national news

মহানগর ওয়েবডেস্ক: ৭ বছর আগে ভয়বাহ বন্যায় তছনছ হয়ে গিয়েছিল উত্তরাখন্ড৷ বিপর্যস্ত কেদারনাথের সেই ছবি আজও ভুলতে পারেনি দেশ৷ সেই বিপর্যয়েই প্রাণ হারানো চার মানবদেহের কঙ্কাল উদ্ধার হল রামবারা থেকে৷ রুদ্রপ্রয়াগের এসপি নবনিত সিং জানিয়েছেন, ওই এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ওই চারটি কঙ্কাল উদ্ধার করে৷

ওই চারটি নরকঙ্কাল এনে তা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়৷ কঙ্কালগুলির সঙ্গে ৪ ব্যক্তির ডিএনএ মিলে গিয়েছে৷ তাদের পরিবারসূত্রে জানা গিয়েছে, ওই বিপর্যয়ের পর থেকে কোনও খোঁজ মেলেনি তাদের৷ উত্তরাখন্ড আদালত ওই এলাকায় তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছিল বলে খবর৷ এরপরই উদ্ধার হয় ওই চারটি কঙ্কাল৷ তবে এখনও উত্তরাখন্ডে মোট ৩১৮৩ জন নিখোঁজ রয়েছে৷ ৭ বছর ধরে তাদের কোনও খবর মেলেনি৷

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪০০ মিটার ওপরে তল্লাশি অভিযান চালায় ৬০ জন পুলিশ কর্মী বিশিষ্ট ওই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীটি৷ ২০১৩ সালে ১৪ জুন থেকে ১৭ জুন প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডবের স্বাক্ষী হয়েছিল উত্তরাখন্ড৷ ভয়ঙ্কর ওই বন্যায় মৃত্যু হয়েছিল প্রায় ১০ হাজার মানুষের৷ নিখোঁজ ছিলেন প্রায় ৩০০০ জন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here