ডেস্ক: ঘুমের ঘোরে অতর্কিতে নেমে এল মৃত্যু। সাপের কামড়ে প্রথমে মা, তারপর নিজের কেঁদে ওঠা শিশুকে বিষাক্ত স্তন্যপান করানোর ফলে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল তার ৩ বছর বয়সী শিশু। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মুজফফরনগর এলাকায়। ভয়াবহ এই ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয়রা।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে শুয়ে থাকা অবস্থায় সাপের কামড় খান ৩৫ বছর বয়সী উত্তরপ্রদেশের এক মহিলা। কিন্তু তাকে যে সাপ কামড়েছে প্রথমে তা বুঝে উঠতে পারেননি তিনি। ওই অবস্থাতেই পাশে শুয়ে থাকা নিজের শিশুকে স্তন্যপান করান ওই মহিলা। মায়ের বিষাক্ত দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুও। দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। কি কারনে মৃত্যু হয়েছে প্রথমে বুঝে উঠতে না পারলেও, বাড়ি ফিরে পাশের ঘরে দেখতে পাওয়া যায় সাপটিকে। কিন্তু সেখান থেকেও পালায় এই ঘটনার মূল হত্যাকারী।
পুলিশ এসে মৃতদেহ দুটিকে ময়না তদন্তের জন্য পাঠায়। এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। ভয়াবহ এই মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে মৃতের পরিবার।