খেজুরিতে বিজেপির সভার আগেই দুষ্কৃতীদের হামলায় জখম হলেন বিজেপি কর্মী-সমর্থকেরা।
ম

এই বিষয়ে বলতে গিয়ে এক বিজেপি সমর্থক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বাসে করে সভার দিকে যাচ্ছিলাম। কিন্তু মাঝপথে বাস থামিয়ে আমাদের উপর হামলা চালান হয়। আমাদের এক মণ্ডল সভাপতি-সহ চার জন আহত হয়েছেন।’ এই হামলার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত আছে বলে অভিযোগ করেন
এই হামলার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকেরা। অন্যদিকে, এই হামলায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে সুর চড়িয়েছে শাসক দল। তৃণমূলের তরফ থেকে জানানো হয় এই ধরনের হিংসামূলক কাজ কোনভাবেই তাঁদের দল মেনে নেয় না। এই হামলা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেও অভিযোগ করে তাঁরা