নিজস্ব প্রতিবেদক, ডোমকল: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে নিজের ছেলেকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকল থানার মালতিপুর গ্রামে। মৃত বালকের নাম সজিব সেখ(৭)। সে রবিবার থেকে নিখোঁজ ছিল। সোমবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে এক ডোবার জলের মধ্যে তার মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা।
ডোমকল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় সুত্রে খবর, বেশ কয়েক মাস যাবৎ পারিবারিক টানাপোড়েনের জেরে সজিবের মা তার বাবার বাড়িতে থাকত। শুক্রবারই সজিবকে নিজের বাড়িতে নিয়ে আসে তার বাবা। পরিকল্পনা মাফিক জলে ডুবিয়ে খুন করা হয়েছে এই অভিযোগে সজিবের বাবা মিলটন সেখ’র নামে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত বালকের মা। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।