মহানগর ওয়েবডেস্ক: কম বয়সী নায়িকাদের সঙ্গে বলি অভিনেতাদের রোম্যান্স যেন পর্দায় জমে ক্ষীর। এই দৃশ্যই দেখতে পছন্দ করেন দর্শকরা। তবে একটু ভেবে দেখুন তো যদি এর উলটো দিক ধরা পড়ে। অর্থাৎ ‘ডান্সিং ডিভা’ মাধুরী দীক্ষিতের সঙ্গে ঈশান খট্টরের রোম্যান্স? এই কথাই তুলে ধরলেন সোনাক্ষী সিনহা। সোনাক্ষী বললেন, সিনেমাপ্রেমীরা অভিনেতাদের সঙ্গে কম বয়সী নায়িকাদের রোম্যান্স দেখতে বেশি পছন্দ করেন। আর সেখানে যদি কোনক্রমে নায়িকা অভিনেতার থেকে বড় হয়ে যায় তাহলে হয় সমস্যা। অভিনেত্রী বলেন,’এর আগে আমরা সলমান খান এবং রিভাতির জোড়ি পর্দায় দেখেছি। তিনি একটি ছবিতে আলিয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এমনকি ‘দাবাং ৩’-তে সাই সলমানের সঙ্গে রোম্যান্স করেছেন। ৫৩ এবং ২১ বছরের মধ্যে আকাশ-পাতাল তফাত, কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের তা করতে হয়।’
সোনাক্ষী আরও বললেন, আমার যখন ৫০ হবে তখন ২১-২২ বছরের ছেলেদের সঙ্গে রোম্যান্স করতে সত্যিই খুব বিরক্তিকর লাগবে। কারণ, বয়সের অনেক ফারাক আর একজন ৫০ বয়সী তার হাঁটুর বয়সইদের সঙ্গে সিনেমায় প্রেম করতে পারবে না। দেখতে অবাক লাগে। কিন্তু কোনও পুরুষ অভিনেতা যদি একাজ করেন তখন দর্শকদের কাছে তা হিট এবং সবাই পছন্দ করেন। আসলে এটা নির্ভর করে আমাদের সকলের চিন্তাভাবনার ওপরে। এবং কোন দেশে বসবাস করছি তাও একবার দেখতে হয়।’
ইতিমধ্যেই ‘দাবাং ৩’-র প্রচারে লেগে পড়েছেন সলমান খান। নিজের রিয়্যালিটি শো’তে অভিনেতাকে প্রায়শই ছবির প্রচার করতে দেখা যাচ্ছে। এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করছেন সাই মাঞ্জরেকর। মুখ্য চরিত্রে দেখা যাবে সলমান খান, সোনাক্ষী সিনহা, সাই মাঞ্জরেকর, আরবাজ খান, মহেশ মাঞ্জরেকর, কিচা সুদীপকে। পরিচালনা করেছেন প্রভু দেবা। মুক্তি পাবে ২০ ডিসেম্বর।