মহানগর ওয়েবডেস্ক: দু’দিন আগেই অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘সান্দ কি আঁখ’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসে। ছবিতে শার্পশ্যুটার দাদিদের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে ভূমি পেডনেকর এবং তাপসী পান্নুকে। তবে ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন সোনি রাজদান। তিনি বলেন, তাপসী এবং ভূমি ভালো অভিনয় করেছেন। কিন্তু কাস্টিং নিয়ে আপত্তি তুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাতকারে ‘সান্দ কি আঁখ’ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। সোনি জানান, ‘আমার তাপসী এবং ভূমির অভিনয় ভালো লেগেছে। কিন্তু কেন তাঁদের এমন চরিত্রে কাস্ট করা হল? আমার মনে হয় এটা শুধু মাত্র বক্স অফিসের ব্যবসার জন্য করা হয়েছে। কিন্তু যদি আমি ৬০ বছরের কোনও মহিলার জীবনী পর্দায় দেখাতে চাই তাহলে সেই বয়সই বা আসলদের কেন নেব না? এই জিনিসটার কোনও মানে নেই। এই পরিকল্পনাটা আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে। আমি জানি না ছবির গল্প কী, তবে এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসা দরকার।’
তিনি আরও বলেছেন, ‘এর আগেও এই ধরণের ছবি বলিউডে দেখা গেছে। অনুপম খেরের ‘সারান্স’ ছবিটি আমাদের সবার মনে আছে। সেখানে অনুপম ৬০ বছরের এক বৃদ্ধর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির পরেই তাঁর জীবন একেবারেই পালটে গিয়েছিল। কিন্তু এই পদ্ধতিটা যে সবসময় পরিচালকরা অনুসরণ করবেন তা কিন্তু হয় না। সেইসময় অনুপমের বয়স খুব কম ছিল। আজকের দিনে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা যা পেয়ে থাকেন তা সমান নয়। এর আগে নীনা গুপ্তা এই বিষয় নিয়ে মুখ খুলেছেন।
এক ইউজার ট্যুইট করে বলেন, এই ধরণের চরিত্রের জন্য কোনও বর্ষীয়ান অভিনেত্রীদের কাস্ট করা উচিত ছিল। যেমন, নীনা গুপ্তা, শাবানা আজমি বা জয়া বচ্চন। আর এর প্রেক্ষিতেই নীনা সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানান, হ্যাঁ, আমারও ঠিক একই চিন্তাভাবনা এবং আমার মনে হচ্ছে এই চরিত্রে অভিনয়ের জন্য আমাদেরকে কাস্ট করা হলে ভালো হত।’