sonia gandhi

মহানগর ওয়েবডেস্ক: অসমেয় প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ শনিবার এমনটাই বললেন কংগ্রেসর অস্থায়ী সভানেত্রী সোনিয়া গান্ধী৷ এদিন দুপুরে না ফেরার দেশে চলে গেলেন অরুণ জেটলি৷ বয়স হয়েছিল ৬৬৷ সোনিয়া গান্ধী তাঁর শোকপ্রকাশে জানান, আইনজীবি, রাজনৈতিক নেতা, মন্ত্রী হিসাবে অরুণ জেটলির প্রয়ান অপূপণীয় ক্ষতি করে গেল৷ বিরোধী দলনেতা হলেও তিনি ছিলেন একজন সুভদ্র মানুষ৷ তাঁর মতো সাংসদ খুব একটা দেখা যায় না৷ তিনি বরাবর রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখতেন৷

সোনিয়া গান্ধী তাঁর স্মৃতি চারণায় জানান, শীলা দীক্ষিতের মৃত্যুর পরে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলন৷ তিনি আরও জানান, চিরকাল বিরোধী রাজনীতি করলেও অরুণ জেটলি ছিলেন নিপাট ভদ্রলোক৷ শীলা দীক্ষিতের দাহ করা পর্যন্ত তিনি ঠায় অসুস্থ শরীরে দাঁড়িয়ে ছিলেন৷ তিনি আরও জানান, সংসদে দেখা হলে সবসময় তিনি আমার স্বাস্থ্যের খোঁজ নিতেন৷ আজকে তিনি নেই৷ ভাবা যাচ্ছে না৷ এমনটাই বললেন সোনিয়া গান্ধী৷

চিদম্বরম গ্রেফতার হওয়ার পর বহু শীর্ষস্তরের কংগ্রেস নেতারা বলেছিলেন আজ অরুণ জেটলি থাকলে এমনটা হত না৷ তিনি বিরোধীদলের নেতাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিলেন৷ এজন্য তিনি ছিলেন বিজেপির মুশকিল আসান৷ কংগ্রেস বিশ্বাস করে আজকের অসৌজন্যতার রাজনীতিতে তিনি ছিলেন সৌজন্য রাজনীতির অন্যতম প্রতীক৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here