news bengali

মহানগর ওয়েবডেস্ক : ছেলে দেখে না, মারধর করে এই কঠিন পরিস্থিতিতে বাড়ির বাইরে বের করে দিয়েছে। এক ৭০ বছরের বৃদ্ধ মায়ের কথা টুইটারে শেয়ার করে ওই বৃদ্ধার পাশে দাঁড়াতে সোনু সুদকে আবেদন জানান একজন মহিলা। সেই ডাকেই সাড়া দিয়ে এগিয়ে এলেন সোনু। টুইটারে কথা দিলেন ওই ৭০ বছরের বৃদ্ধ মায়ের সবরকম সাহায্যে করে তাকে নিজের ছেলের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন সোনু।

শুধু তাই নয়, এই কঠিন পরিস্থিতিতে তাকে আর্থিক সাহায্যে ও খাদ্যের জোগান দেবেন অভিনেতা। একে করোনা এর মত মহামারি রোগ তার উপর দেশজুড়ে লক ডাউন নিজের পেটের ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া তে চরম বিপাকে পড়েছেন ওই বৃদ্ধা। তাই তার চোখে পড়তেই সাত পাঁচ না ভেবে ওই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন সোনু।

এমনিতেই মুম্বই থেকে হাজারো পরিযায়ী শ্রমিকদের নিজ উদ্যোগে ও নিজের খরচায় বাড়ি পাঠাচ্ছেন সোনু। প্রয়োজনে শ্রমিকদের বাড়ি পাঠাতে চাটার্ড বিমানের ব্যবস্থাও করছেন অভিনেতা। তাই এবার তার এই পদক্ষেপে নেটিজেনদের কাছে বিশেষ বাহবা পেয়েছেন ফ্যানদের কাছ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here