ডেস্ক: বিয়ের পর হানিমুনের সময় টুকু পায়নি সোনম কাপুর। কারণ তিনি সোজা হাজির হয়েছিলেন কানের সেটে। সেখান থেকে ফেরত এসেই আবার ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর আগামী সিনেমার প্রচার নিয়ে। কার্যত বলা যেতে পারে সোনম কাপুর এই মুহূর্তে অন্যতম ব্যস্ত অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনম। কিন্তু তাঁরা কোথায় থাকবেন সেই বিষয়ে নিশ্চিত হয়নি এখনও। সূত্রের খবর, বাড়ি কেনা নিয়ে ধন্দে আছেন সোনম ও আনন্দ।
তাঁরা কখনও মুম্বই কিংবা লন্ডনে এইরকম ভাবে বিভিন্ন জায়গায় বাড়ির খোঁজ চালাচ্ছে। মাঝে শোনা গিয়েছিল লন্ডনে একটি বাড়ি কিনেছেন সোনম কাপুর এবং সেখানেই নাকি থাকবেন তিনি। এই বিষয়ে সোনমের বক্তব্য ”আমি কিন্তু লন্ডনে আছি, বিগত চার-পাঁচ মাস ধরে লন্ডনই ছিল আমার বাসস্থান। আমি শাটল ককের মত কখনও মুম্বই আবার কখনও লন্ডন গিয়েছি দুবছর ধরে। বিগত দুবছর ধরে আমার জীবনে যা ঘটছে সেটা একই রকম থাকবে ভবিষ্যতেও।” কিন্তু তাঁদের বাসস্থান কোথায় হবে সেই নিয়ে অনিশ্চয়তায় আছেন নবদম্পতি।