নিজস্ব প্রতিবেদক, ব্যারাকপুর: প্রতিপক্ষ সিপিএম প্রার্থীকে কটাক্ষ করে তার ভোটে দাঁড়ানোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন দমদম লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক সৌগত রায়। বেলঘরিয়াতে বসন্ত উৎসবের প্রাক দোল উৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে সৌগত রায় সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য সম্পর্কে বলেন, ‘আমি তো জানি নেপাল বাবু এর আগে বিধানসভার ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। এটা তো লোকসভা ভোট। আমার প্রশ্ন, যে ছাত্র মাধ্যমিক পরীক্ষায় ফেল করে, সে কি আদৌ উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারে?’
রবিবার বেলঘরিয়ায় প্রাক দোল উৎসবে মাতেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রবীণ রাজনীতবিদ অধ্যাপক সৌগত রায়। আদ্যাপিঠের ৩৫০ জন দুঃস্থ শিশুদের সাথে এবং বেলঘরিয়া এলাকার বাসিন্দাদের সাথে প্রাক দোল উৎসব পালন করেন সৌগত বাবু। এদিন সেখানেই দমদম লোকসভা কেন্দ্রের নিজের প্রতিপক্ষ সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্যকে কটাক্ষ করে সৌগত বাবু বলেন, ‘আমি তো জানি উনি এর আগে বিধানসভায় দাঁড়িয়ে পরাজিত হয়েছেন। এটা লোকসভা ভোট। আমার আপনাদের কাছে প্রশ্ন, যে ছাত্র মাধ্যমিকে পাশ করতে পারে না, সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কি বসতে পারে?’
এদিন বিজেপিকে কটাক্ষ করে সৌগত বাবু বলেন, “দমদমে বিজেপির কোন সংগঠন নেই। আমি কোন দিন ওদের দলকে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে দেখিনি। ওদের দলের কর্মীরা কেউ একটা রক্তদান শিবিরও করে না। গতকাল আগুন লাগল দক্ষিণেশ্বরে। আমরা গভীর রাত পর্যন্ত অসহায় মানুষদের পাশে থেকেছি পাশে দাঁড়িয়েছি। ওদের দলের কোন কর্মীকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখিনি। ওদের ঢক্কানিনাদ আছে, মিডিয়ার সহায়তা আছে। কিন্তু ওরা মানুষের সঙ্গে নেই।”” এদিন নিজেদের প্রচারের প্রেক্ষিতে সৌগত রায় বলেন, ‘প্রত্যক্ষ প্রচার এখনো শুরু করিনি এখন ছোট ছোট কর্মী সভা করছি কর্মীদের সঙ্গে। দোলের পর থেকে লোকসভা ভোটের প্রচারে পুরদমে নামা যাবে বলে মনে হচ্ছে।'”