kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটের গরিমা বাঁচাতে ও তা আরও আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু সময় আগে ওয়ানডে ক্রিকেটের মতই দিন-রাতের টেস্ট ক্রিকেট চালু করেছিল আইসিসি। সেই অনুযায়ী ২০১৮-১৯ মরশুমে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুই দেশের মধ্যে ডে-নাইট টেস্ট আয়োজন করতে চেয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কিন্তু ভারতীয় বোর্ডের বাধায় তা আর হয়ে ওঠেনি। কিন্তু আগামী বর্ডার-গাভাস্কার ট্রফিতে অন্তত একটি দিন-রাতের টেস্ট খেলুক ভারতীয় দল, এমনটাই চান আর কয়েকদিন পরেই বিসিসিআই প্রেসিডেন্ট হতে চলা সৌরভ গাঙ্গুলি।

বরাবরই টেস্ট ক্রিকেটকে বাঁচানোর জন্য দিন-রাতের টেস্টের সমর্থন করে এসেছেন দাদা। ফলে এবার তিনি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ায় ভারতীয় দলের ডে-নাইট টেস্ট খেলার ব্যাপারেও জোর দেবেন, সেটাই স্বাভাবিক। ফলে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে অ্যাডিলেডে হয়তো পিঙ্ক বলেই টেস্ট খেলবেন কোহলি-পূজারারা। যদিও এই নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত জানাতে চাননি দাদা। তিনি বলেন,

‘আগে পুরোপুরিভাবে দায়িত্ব নিই। তারপর আমার দলের সকল সদস্যের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নেব। তারপর না হয় এটা নিয়ে কোনও মন্তব্য করা যাবে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ায় ডে-নাইট টেস্ট আছে, কারণ অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্ট হয়।’

তিনি আরও জানান,

‘ডে-নাইট টেস্ট সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে আমাদের। টেস্ট ক্রিকেটের ভবিষ্যতে প্রতিটা দেশকেই দিন-রাতের টেস্ট খেলতেই হবে। ভারত ভাল দল। দিন রাতের টেস্ট খেললে সেটা জেতার ক্ষমতাও আমাদের আছে। এখন সাধারণ টেস্ট আর দিন-রাতের টেস্টের বিশেষ ফারাক আছে বলে মনে হয় না। বলটাই যা একটু আলাদা। আমাদের দলের সকলে খুব উচ্চমানের প্লেয়ার, তাদের সেই টেস্ট জেতার ক্ষমতাও আছে।’

এছাড়া তাঁর জমানায় ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হবে নাকি সেই প্রশ্নের উত্তরে ‘গড অফ দ্য অফ সাইড’ বলেন, ‘এই কথার উত্তর মোদীজি ও পাকিস্তানের প্রধানমন্ত্রীই দিতে পারবেন। যেকোনো বিদেশ সফরই দেশের সরকারের অনুমতি ছাড়া হয় না। এক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। ফলে এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here