kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ কী, তাঁকে নিয়ে ভারতীয় নির্বাচকরাই বা কী ভাবছেন, তা জানতে চান নয়া বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি। এই নিয়ে আগামী ২৪ অক্টোবর ভারত অধিনায়ক বিরাট কোহলি ও জাতীয় নির্বাচকদের সঙ্গে বসবেন মহারাজ।

বেশ দীর্ঘদিন ধরেই ভারতীয় দল থেকে বিশ্রাম নিয়েছেন ধোনি। অবসর না নিলেও তিনি কবে দলে ফিরবেন তা কেউই জানে না। আগামী ২৩ অক্টোবর বিসিসিআই প্রেসিডেন্ট পদে সরকারিভাবে নির্বাচিত হতে চলেছেন সৌরভ। তারপরের দিনই কোহলি ও নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সৌরভ জানান,

‘ধোনিকে নিয়ে নির্বাচকদের কী মোট সেটা আমি জানতে চাইব। পাশাপাশি আমার কিছু মতামতও দেব। ২৪ অক্টোবর আমরা বৈঠক করব।’

প্রিন্স অফ ক্যালকাটা আরও জানান,

‘এই ব্যাপারটা নিয়ে আমি এতদিন খুব একটা মাথা ঘামাইনি। তাই সবটা জানিও না। এবার আমি ধোনির সঙ্গেও কথা বলব। জানতে চাইব ও কী ভাবছে।’

প্রসঙ্গত, এই বৈঠকটি আগে ২১ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু দেওধর ট্রফির জন্য ভারতীয় এ, বি ও সি দল ঘোষণার জন্য ২৪ অক্টোবর বৈঠক পিছিয়ে যায়।

‘২৪ অক্টোবর আমার প্রথম নির্বাচক কমিটির মিটিং। সেখানে আমি নির্বাচক ও ক্যাপ্টেনের সঙ্গে কথা বলব। তবে নিয়ম অনুযায়ী কোচ সেই বৈঠকে থাকবেন না’, জানান সৌরভ গাঙ্গুলি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here