kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: হাতি মৃত্যু ও দুর্ঘটনা ঠেকাতে তৎপর দক্ষিণ পূর্ব রেল। উত্তরের মত এবার ভাল পদক্ষেপ নিল দক্ষিণের রেলও। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন।

রেল সূত্রে জানানো হয়েছে, হাতি মৃত্যু ঠেকাতে ও এই দুর্ঘটনা এড়িয়ে সময় বাঁচাতে রাতে ট্রেনের গতি কমানো হয়েছে। এমনকি চালকদের নির্দেশ দেওয়া হয়েছে, দিনেও অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার। বিকেল ৫ টা থেকে ভোর ৬ টা অবধি চাকুলিয়া, কোকপাড়া, খেমাশুলি, সরডিহা এই ১৭.৫ কিলোমিটার রুটে রাতে ট্রেনের গতি থাকবে ঘন্টায় ৪০ কিলোমিটার। দিনে গতিবেগ ৭০ কিলমিটার প্রতি ঘণ্টায়।

প্রসঙ্গত, ঝাড়্গ্রাম সংলগ্ন সরডিহা, খেমাশুলি, গিধনি, চাকুলিয়া এই সমস্ত রুটে ঢুকে ঢুকে পড়ে হাতি। দলমা থেকে এই দিকেই আসে গজরাজ। আর ট্রেন চলাচলের পথে মাঝে এসে পড়ায় দুর্ঘটনা বা হাতি মৃত্যুর ঘটনা ঘটে। তা এড়াতেই এই পদক্ষেপ।

রেল সূত্রে জানানো হয়েছে, বন দফতরের সাথে রেলের নিয়মিত যোগাযোগ থাকবে। ট্রেন চলাচলের সময় বাজানো হবে ব্লো লং হুইসেল। ের সাথে সিগন্যাল পোস্টে মৌমাছির শব্দের ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here