football news
Highlights

  • করোনা ভাইরাসের দাপট চিন ছাড়িয়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে দক্ষিণ কোরিয়াতেও
  • দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল লিগ অর্থাৎ কে লিগও শুরু হওয়ার আগেই সাময়িকভাবে বন্ধ
  • সোমবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় সাত জনের মৃত্যু হয়েছে

 

মহানগর ওয়েবডেস্ক: করোনা ভাইরাসের দাপট চিন ছাড়িয়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে দক্ষিণ কোরিয়াতেও। সেখানে বেশ কিছু মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে, নোভেল করোনা ভাইরাসের কারণে দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল লিগ অর্থাৎ কে লিগও শুরু হওয়ার আগেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল।

কে লিগ কর্তৃপক্ষের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,

‘COVID-19 (করোনাভাইরাস) এর প্রাদুর্ভাবের কারণে কে লিগ ২০২০ মরশুম সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হল। সাধারণ মানুষ ও খেলোয়াড়দের স্বাস্থ্যর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কারণ এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণ খুব গুরুতর অবস্থায় পৌঁছে গিয়েছে।’

প্রসঙ্গত, সোমবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় সাত জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬১ জন। মোট আক্রান্ত ৭৬৩ জন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর দেশের দক্ষিণ-পশ্চিমাংশের শহর ডায়গুতে এই ভাইরাসে আক্রান্তের খবর সবচেয়ে বেশি।

ইতিমধ্যেই ডায়গুর প্রায় ২৫ লক্ষ বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ১৩১ থেকে বেড়ে এক লাফে ৪৫৭ হয়েছে। সরকারের সবরকম প্রচেষ্টা সত্ত্বেও সেখানকার পরিস্থিতি আয়ত্ত্বে এখনও আসেনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here