নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি: কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানার পরবর্তী সময়ে গোটা দেশজুড়ে অশান্তি এবং সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরির অপচেষ্টা চলছে। রাজ্যের নানান প্রান্তে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে৷ বাদ যায়নি শিলিগুড়ি শহরও৷ সেখানেও বেশকিছু বিচ্ছিন্ন ঘটনায় উত্তপ্ত এলাকা। সেখানে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে মিছিল ঘিরে একের পর এক অশান্তির ঘটনা ঘটতে শুরু করছে৷ কিছু মানুষ স্বতঃপ্রণোদিতভাবে অনেকের বাড়িতে গিয়ে গিয়ে হামলা চালাচ্ছে, সেইসঙ্গে তারা শাসানি দিচ্ছে বলেও অভিযোগ উঠছে৷
শাসানি দিচ্ছে। এই ধরণের ঘটনায় যেকোনও সময়ে এলাকার পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে। এরই পরিপ্রেক্ষিতে এদিন শিলিগুড়ির শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী থেকে সমস্ত স্তরের মানুষকে নিয়ে যুদ্ধ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল করল সৃজন সেনা। সংস্থার পক্ষে অভিজিৎ মজুমদার জানান, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের স্মরণে শ্রদ্ধা জানানো মোমবাতি জ্বালানো স্বাভাবিক ঘটনা। কিন্তু এই ঘটনাকে ঘিরে অশান্তির বাতাবরণ তৈরি করা কখনই কাম্য নয়। তাই সমাজকে শান্তির বার্তা দিতে আমাদের এই মিছিলের আয়োজন।