srk sister death news

Highlights

  • শাহরুখ খানের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া
  • মারা গেলেন অভিনেতার বোন নুর জাহান
  • মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২

মহানগর ওয়েবডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মারা গেলেন তাঁর বোন নুর জাহান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২। পাকিস্তানের সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল সন্ধেবেলায় মারা যান তিনি। নুর জাহানের ভাই মনসুর আহমেদ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নুর ক্যানসারে ভুগছিলেন। অনেকদিন ধরে তার চিকিৎসা চলছিল। কিন্তু গতকাল তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান।

নুরের সঙ্গে বেশ ভালই সম্পর্ক রয়েছে ভাই শাহরুখ খানের। এমনকি তিনি অভিনেতার ‘মান্নাত’-এ বেশ কয়েকবার এসেছিলেন। ১৯৯৭ সালে নুর জাহান তার স্বামীর সঙ্গে প্রথম ভারতে আসেন এবং শাহরুখের বাড়িয়ে ওঠেন। জানা যায়, রাজনীতিতেও যুক্ত ছিলেন অভিনেতার বোন। পেশোয়ারের ( যেখানে তিনি থাকতেন) প্রাক্তন জেলা শাসক ছিলেন নুর। তবে বোনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে অভিনেতার বাড়িতে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি শাহরুখ এবং তাঁর পরিবারের লোকজনেরা।

উল্লেখ্য, খুব শীঘ্রই কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান। জানা গিয়েছে, রাজকুমার হিরানীর পরবর্তী ছবিতে দেখা যেতে পারে তাঁকে। বিপরীতে রয়েছেন করিনা কাপুর খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here