ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। ফের এক জঙ্গির গুলিতে শহিদ হলেন এক এসএসবি জওয়ান। রবিবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার মিদোরাতের সিআরপিএফ ক্যাম্পে। মৃতের নাম বিজয় কুমার। জানা গিয়েছে, যখন বিজয়ের ওপর আচমকা গুলি চালানো হয় তখন সে ক্যাম্পের মধ্যে নিজের পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেনা আধিকারিকরা জানান, ক্যাম্পের কাছের কোন একটি পাহাড় থেকে তাঁকে নিশানা ক্রে গু;ই চালানো হয়। জঙ্গিরা স্নাইপার রাইফেল ব্যবহার করেছে বলে জানায় সেনা কর্তৃপক্ষ।
এই ঘটনার পর আহত বিজয়কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা মৃত বলে ঘোষণা করে দেয়। উল্লেখ্য, স্থানীয় পৌরনিগম নির্বাচনের জন্য এলাকায় সুরক্ষার খাতিরে এসএসবি জওয়ানদের নিয়ে আসা হয়েছে। সেনা জওয়ানদের দাবি, সম্ভবত এই প্রথমবার নিরাপত্তাবাহিনীর ওপর হামলা করতে স্নাইপার রাইফেল ব্যবহার করেছে। অন্যদিকে রবিবারই রাজৌরির সীমান্তে সেনার গুলিতে দুই সশস্ত্র পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হন। সহিদ হন ৩ জওয়ান। গতকাল দুপুর ১টা ৪৫ মিনিটে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই বাঁধে। এরপরেই জঙ্গিদের ছোঁড়া আচমকা গুলিতে নিহত হন তিন জওয়ান। অবশ্য দুজন জঙ্গিও ঢের হয় সেনার গুলিতে।