ডেস্ক: সুদীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে আগামী সোমবার অর্থাৎ ১২ মার্চ নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে বলে জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের উদ্বেগ শেষ করে এই ঘোষণা করল কমিশন। নির্ধারিত দিনেই বিকাল বেলা এসএসসি-র ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে এর ফলাফল।
পরবর্তী কাউন্সিলিং-এর দিন এখনও নির্ধারিত না হলেও, লিখিত এবং মৌখিক এই দুই পরীক্ষারই ফল প্রকাশ পাবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ২০১৬ সালে পরীক্ষা নেওয়া হয়। এরপর ২০১৭ সালে মৌখিক পরীক্ষাও নেওয়া হয়। এই দুই পরীক্ষার ভিত্তিতেই ফল প্রকাশ করা হবে। নবম ও দশম শ্রেণির জন্য পরীক্ষা দিয়েছেন প্রায় ১ লক্ষ ৪৩ হাজার চাকরিপ্রার্থী। নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে ১৩ হাজারের মতো।
ফল যে চলতি মাসেই প্রকাশ পাবে সেই ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর কথামতো আজই প্রকাশ পেল ফলাফল ঘোষণার দিনক্ষণ।