kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: আগামী বছর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পুরসভা নির্বাচন। সেই ভোটে ঢাকের কাঠি পড়ে গিয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, পুরসভা নির্বাচন নিয়ে রাজ্য সরকারের কাছে বিশদ তথ্য চেয়ে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুর ও নগরোন্নয়ন দফতরকে এই চিঠি দেওয়া হয়েছে। নিয়মমাফিক এই চিঠি দেওয়া হয়ে থাকে পুরসভা ভোটেরই আগে। সেই মতো চিঠি দেওয়া হয়েছে পুরসভায়।

২০২০ সালের মে-জুন মাসের মধ্যে ৯১টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। সবমিলিয়ে ভোট বয়েকা থাকছে ১১০টি পুরসভার। ইতিমধ্যেই ১৭টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু, সেগুলিতে এখনও নির্বাচন হয়নি। সব পুরসভাগুলিতে একত্রে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এবারে সেরকমই করা হয়েছে।

যেই পুরসভাগুলির মেয়াদ ফুরিয়ে এসেছে সেখানে এখন প্রশাসক বসিয়েছে সরকার। কোনও পুরসভার ওয়ার্ডের কোনও বিন্যাসের প্রয়োজন কিংবা সংরক্ষণের বিষয়টি রাজ্য সরকারই দেখাশোনা করে। হাওড়া সহ আরও একাধিক পুরসভার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। এছাড়াও যেসব পুর কর্পোরেশনের মেয়াদ মে-জুনে শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছে, কলকাতা, চন্দননগর, শিলিগুড়ি। এছাড়াও আসানসোল এবং বিধাননগর পুরসভার মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। এর মধ্যেই নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here