নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা এবং আমফান বিপর্যয়ের মধ্যেও রাজ্য সরকার কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নিয়ম মাফিক প্রতিবছর জুলাই মাসে সরকারি কর্মীদের মূল বেতনের ওপর ৩ শতাংশ হারে বৃদ্ধি বা ‘ইনক্রিমেন্ট’ হয়। চলতি বছরেও তাদের এই ইনক্রিমেন্ট দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
তবে কর্মীদের বর্তমান বেতন কাঠামো অনুযায়ী বৃদ্ধির হার কিছুটা এদিক ওদিক হতে পারে। এখন রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৭ হাজার টাকা। সেক্ষেত্রে সর্বনিম্ন বেতনের কর্মীর সব মিলিয়ে ৫০০ টাকার বেশি বেতন বৃদ্ধি হবে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও পঞ্চায়েত-পুরসভা, সরকারি স্বশাসিত সংস্থা এবং সরকারের আর্থিক অনুদানে চলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় সাত থেকে সাড়ে সাত লক্ষ কর্মচারী এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।