ডেস্ক: ডিএ মামলা নিয়ে শুনানি কালে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। স্যাটের বিচারপতি দেবাশিস করগুপ্ত জানিয়ে দেন, ”ডিএ রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। ডিএ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে সরকারই।” কলকাতা হাইকোর্টের শুনানিতে এহেন বক্তব্যে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলবে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের বয়েকা মহার্ঘ ভাতার অপেক্ষা আরও দীর্ঘায়িত হবে বলেই মনে করা হচ্ছে।
বহুদিন ধরেই আইনি জটে আটকে রয়েছে ডিএ মামলা। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, হয়েছেও সেরমই। ১৫ শতাংশ ডিএ পাওয়া গেলেও বয়েকা ডিএ যে চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজ্য সরকারই নেবে, সেকথাও এদিন জানিয়ে দিলেন স্যাটের বিচারপতি।
হাইকোর্টে এই শুনানির পর রাজ্যের আইনজীবী কিশোর দত্ত জানান, ”ডিএ কোনও আইনি অধিকার নয়। আদালতের এই বক্তব্যে আমি খুশি। রাজ্য সরকারি কর্মীরা এখন পে ব্যান্ডের আওতায় গ্র্যান্ড পে সিস্টেমের আওতাভুক্ত তাঁরা।”