kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: প্রকাশিত হল আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের নবতম তালিকা। আর সেই তালিকায় বিরাট কোহলিকে পেছনে ফেলে ফের একবার শীর্ষে উঠে এলেন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। সদ্য সমাপ্ত উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৭৬ রান করলেও দ্বিতীয় ইনিংসে প্রথম বলেই আউট হয়ে যান ভারত অধিনায়ক।

বর্তমানে বিরাটের মোট পয়েন্ট ৯০৩। তাঁর থেকে এক পয়েন্ট বেশি পেয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন স্মিথ। তবে সেই লিড বাড়ানোর আরও সুযোগ পাবেন বিতর্কিত অজি ক্রিকেটার। সামনে আর দুটি অ্যাসেজ টেস্ট খেলবেন তিনি।

২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডের জেরে এক বছর নির্বাসিত থাকার পর অ্যাসেজের মাধ্যমে টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন স্মিথ। বার্মিংহ্যামে প্রথম অ্যাসেজ টেস্টে দুটি ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর লর্ডস টেস্টেও ৯২ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু সেই টেস্টে মাথায় আঘাত লাগার ফলে তৃতীয় টেস্টে খেলেননি স্টিভ।

বর্তমান ক্রিকেট বিশ্বে স্মিথ ও কোহলি দুই অন্যতম সেরা ব্যাটসম্যান। ৬৬টি টেস্ট খেলে ২৫টি শতক সহ ৬৫৭৭ রান করেছেন স্মিথ। অন্যদিকে, ৭৯টি টেস্ট খেলে ৬৭৪৯ রান করেছেন কোহলি। তারও ২৫টি টেস্ট শতক। কোহলির কাছেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে ফের একবার নিজেকে এক নম্বরে তুলে ধরার সুযোগ থাকবে।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং:

  1. স্টিভ স্মিথ
  2. বিরাট কোহলি
  3. কেন উইলিয়ামসন
  4. চেতেশ্বর পূজারা
  5. হেনরি নিকোলস
  6. জো রুট
  7. অজিঙ্কা রাহানে
  8. টম লাথাম
  9. দিমুথ করুণারত্নে
  10. আইদেন মার্ক্রাম

m

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here