ডেস্ক: শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসে ব্যাপক পাথর হামলায় গুরুতর আহত হলেন ৬ যাত্রী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের মানপুর জংশনে। ঘটনার জেরে ভেঙে চৌচির হয়ে যায় ট্রেনের জানালার কাঁচ।
সূত্রের খবর, সোমবার গভীর রাতে যখন ট্রেনটি বিহারের মানপুর স্টেশনে ঢোকে, সেই সময় ট্রেনটির উপর ব্যাপক পাথর হামলা চালায় দুষ্কৃতীরা। পাথর ছোঁড়ার ফলে জানালার শক্ত কাঁচ ভেঙে আহত হন জানালার পাসে বসা যাত্রীরা। ঘটনার জেরে ৬ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে বিহারের গয়া স্টেশনে যাওয়ার পর ওই ট্রেনের কাঁচ পাল্টায় রেল কর্তৃপক্ষ। ঘটনার জেরে আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়।
এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে তার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় তল্লাশি চালানো হলেও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় দুষ্কৃতীরা।