kolkata breaking news

মহানগর ওয়েবডেস্ক: কয়েকদিন আগেও নাকি তাঁদের সম্পর্কটা ছিল অনেকটা আদায়-কাঁচকলায়। দুজনে মুখে কিছু না বললেও, বিরাট ও রোহিতের আচার-ব্যবহারে বোঝা যাচ্ছিল, ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশ খুব একটা ভাল নয়। তবে সেই বিতর্ক ভুলে রোহিতের দিকে ‘বন্ধুত্বের হাত’ কয়েকদিন আগেই বাড়িয়ে দিয়েছিলেন ভিকে। বিশাখাপত্তনম টেস্টে শতরান করে আউট হওয়ার পর রোহিতের জন্য ড্রেসিংরুমের দরজা খুলে দাঁড়িয়েছিলেন বিরাট।

আর এবার রোহিতের হয়ে ফের সওয়াল করলেন বিরাট। রোহিতের উপর অতিরিক্ত প্রত্যাশার চাপ দেওয়ার জন্য মিডিয়া ও সমালোচকদের একহাত নিলেন ভারত অধিনায়ক। তিনি বলেন,

‘রোহিত খুব ভাল খেলছে। ওর উপর চাপ দেওয়া বন্ধ করুন। রোহিতকে ওর নিজের খেলাটা উপভোগ করতে দিন। ওকে একটু ফ্রি স্পেস দিন। যেভাবে সীমিত ওভারের খেলা ও উপভোগ করে, সেভাবে লাল বলের খেলাটাকেও এনজয় করতে দিন।’

 

তিনি আরও বলেন,

‘দ্বিতীয় ইনিংসে ওর ব্যাটিং লক্ষ্য করলেই বোঝা যায় যে রোহিত নিজের খেলাটা খেলছে। এর ফলে দ্রুত রান ওঠে, বোলাররাও অনেকটা সময় পায়। রোহিত যেমন খেলা প্রথম টেস্টে খেলল, সেই রকম বেশিরভাগ টেস্টে খেললে আমরা আরও অনেক টেস্ট সিরিজ জিতব। দলের সবাই রোহিতের এই পারফরম্যান্সে খুশি।’

তবে শুধু রোহিত নয়, প্রথম টেস্টে দলের সকলের পারফরম্যান্স নিয়েই সন্তুষ্ট ক্যাপ্টেন বিরাট। ‘আমাদের দল নির্বাচন নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকে। তবে আমাদের লক্ষ্য প্রতিটা ম্যাচ জেতা। সেটার জন্য সেরা একাদশি আমরা প্রতিটি ম্যাচে বাছি। আমরা দলটাকে আরও ফ্লেক্সিবল বানাতে চাই। ভারতের মাটিতে অশ্বিন ও জাদেজাই এই মুহূর্তে টেস্টে আমাদের পছন্দের তালিকায় সবার আগে। ওরা দুজনেই প্রথম টেস্টে খুব ভাল খেলেছে। বল হাতে ভেল্কি দেখানোর পাশাপাশি, ভাল ব্যাটও করেছে। দলের সকলের খেলাতেই আমরা খুশি’, বলেন বিরাট কোহলি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here