ডেস্ক: তার আসার ইঙ্গিত কয়েকদিন ধরেই দিচ্ছিলেন আবহাওয়াবিদরা। তার অপেক্ষায় প্রহর গুনছিল তামাম বাংলাও। শনিবার সন্ধ্যায় তিনি এসেই পড়লেন। তার দাপটে ক্ষণিকের তরে হলেও থমকে দাঁড়ালো রাঢ় বাংলা। মরশুমের প্রথম কালবৈশাখী শনি সন্ধ্যায় আছড়ে পড়ল বর্দ্ধমান ও বাঁকুড়া জেলার একটা বড় অংশে। দুই জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যা ৬টার কিছু পড়েই ঝড় ওঠে পশ্চিম বর্দ্ধমান জেলার দুর্গাপুর শহরে।
সেই ঝড়ের দাপটেই দুর্গাপুর শহর সহ অন্ডাল, ফরিদপুর, পান্ডবেশ্বর সহ আশেপাশের বিস্তীর্ন এলাকা জুড়ে ঘণ্টায় প্রায় ৬০-৭০ কিমি বেগে ঝড় বয়ে যায়। তাতে বেশ কিছু গাছ ভেঙে পড়া ছাড়াও বিদ্যুতের তার ছিঁড়ে এলাকায় অন্ধকার নেমে আসে। ঝড়ের দাপট লক্ষ্য করা যায় বাঁকুড়া জেলার বড়জোড়া, মেজিয়া, গঙ্গাজলঘাঁটি এলাকায়। তবে বড় রকমের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝড়ের সঙ্গে অল্প বৃষ্টি হওয়ায় দুই জেলাতেই কমেছে তাপমাত্রা।