নিজস্ব প্রতিবেদক, সোনারপুর: ফেসবুকে লাইভ করে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। কিশোরীর নাম মৌসুমী মিস্ত্রি। সে কামরাবাদ হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের বৈদ্যপাড়া এলাকায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রণয় ঘটিত কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে অনেক ক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় মৌসুমীর বাবার। বেশ কিছু ক্ষণ ডাকার পর সাড়া মেলেনি। তখনই দরজা ভেঙে ভিতরে ঢোকেন মৌসুমীর বাবা। দেখেন শিলিংয়ের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে মেয়ে। এর পরই খবর দেওয়া হয় সোনারপুর থানায়। প্রত্যক্ষদর্শী এক জন জানান, খাটের সামনের টেবিলে দাঁড় করানো ছিল মোবাইল। তাতে ভিডিও কল করা। খাটের ওপর দাঁড়িয়ে শিলিং ফ্যানে ঝুলছিল দেহ।