নিজস্ব প্রতিবেদক: তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আজকের দিনে। দীর্ঘ ২১ মাস স্থায়ী ছিল সরকার। শত চেষ্টা করেও তা টলাতে পারেনি ইংরেজরা। প্রতিবারের মতো এবারেও তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি আয়োজন করে অনুষ্ঠানের। সেখানেই উপস্থিত থেকে ‘জনশক্তি’-র হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।
এদিন জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করে তিনি স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে মাল্যদান করেন। স্মরণ করেন মাতঙ্গিনী হাজরা, ড: সুশীল ধাড়া সহ বরেণ্য দেশপ্রেমিকদের।
এদিন তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে হবে। জানতে হবে দেশের প্রকৃত ইতিহাস। তা না জেনেই কেউ কেউ ভোট দাও বলে চিৎকার শুরু করেছে। আরও বলেন, অজয় মুখোপাধ্যায়, ক্ষুদিরামকে আত্মস্থ করেনি এরা। জানে না জাতীয় সরকারের ইতিহাস। শুধু ভোট চেয়েছে। নিমতৌড়ির অরাজনৈতিক জনসভা থেকে আরও বলেন, জাতীয় সরকারের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ‘জনশক্তি’ তাঁর পাশে আছে, বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। বলেন, এরাই আসল শক্তি।