নিজস্ব সংবাদদাতা: গেরুয়া শিবিরে শুভেন্দু, এই খবর সবার আগে প্রকাশ করেছিলাম আমরাই। শিরোনাম ছিল ‘EXCLUSIVE: জল্পনার অবসান, গেরুয়া শিবিরে শুভেন্দু!’। খবর প্রকাশ করা হয়েছিল ৫ ডিসেম্বর।
শুভেন্দু নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন ‘মহানগর’ (www.mahanagar24x7)- এর পক্ষ থেকে আমরাই প্রথম খবর প্রকাশ করেছিলাম। জানিয়েছিলাম, শুভেন্দু অধিকারী যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। সেই খবরের লিংক:
সমস্ত জল্পনার অবসান, বিশ্বস্ত সূত্রে এরকম খবর পেয়ে নিশ্চিত হওয়ার পরেই খবর প্রকাশ করা হয়েছিল। অন্যান্য সংবাদ মাধ্যমের চেয়ে প্রায় ৭ দিন আগে আমরা তুলে আনি এক্সক্লুসিভ খবর। বিজেপি শিবিরের শুভেন্দু যোগ দেওয়ার ১৪ দিন আগেই আমাদের পক্ষ থেকে খবর প্রকাশ করা হয়েছিল। শুভেন্দুর বিজেপিতে যোগদান নিয়ে যে যাই বলুক, গোপন সূত্রে খবর পাওয়ার পরে তা আমাদের কাছে ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরাই প্রথম। শুধু দাবি করি না, তারও আগে খবর প্রকাশ করি।
আজ শাহ কে প্রণাম করে গেরুয়া মঞ্চ অভিষেক হলো শুভেন্দুর।