Home Latest News ২০১৩ সাগর ঘোষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত সুব্রত ও ভগীরথ, সাজা ঘোষণা আগামীকাল

২০১৩ সাগর ঘোষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত সুব্রত ও ভগীরথ, সাজা ঘোষণা আগামীকাল

0
২০১৩ সাগর ঘোষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত সুব্রত ও ভগীরথ, সাজা ঘোষণা আগামীকাল
Parul

নিজস্ব প্রতিবেদক, বীরভূম: বীরভূমের সাগর ঘোষ হত্যা মামলায় সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে দোষী সাব্যস্ত করল সিউড়ি জেলা আদালত। আগামীকাল এই মামলার সাজা ঘোষণা। এই মামলায় অভিযুক্ত আরও ৬ জনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করে দেন বিচারপতি পার্থসারথি সেন।

গত পঞ্চায়েত নির্বাচনের আগে অর্থাৎ ২০১৩ সালের ২১ জুলাই রাতে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হন সাগর ঘোষ। ২৩ জুলাই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তৎ‍কালীন বিক্ষুব্ধ তৃণমূল নেতা ও পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানো হৃদয় ঘোষের বাড়িতে হামলা চালিয়ে তাঁর ছেলেকে গুলি মারা হয় ঘটনায় মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও চার্জশিটে মোট পাঁচজনের নাম ছিল। ৪৬ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালত এদিন দুজনকে দোষী সাব্যস্ত করে। আগামীকাল শুক্রবার তাদের সাজা ঘোষণা হবে। দোষীরা জানিয়েছে এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আবেদন করবে।

দোষীদের বিরুদ্ধে ৪৪৮, ৩০৩/৩৪ ও ২৭ নম্বর ধারায় অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করা হয়। অন্যদিকে, পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় ছাড়া পেয়েছে প্রিয় মুখোপাধ্যায়, শেখ ইউনুস, শেখ আসগর, জলধর দাস, শেখ মুস্তাফা ও জগন্নাথ দাস।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here