Home Featured ‘সুশান্তের কথায় আমি হার্ড ডিস্ক থেকে দিশার ভিডিও মুছে দিই’, ইডির জেরায় জানালেন সিদ্ধার্থ

‘সুশান্তের কথায় আমি হার্ড ডিস্ক থেকে দিশার ভিডিও মুছে দিই’, ইডির জেরায় জানালেন সিদ্ধার্থ

0
‘সুশান্তের কথায় আমি হার্ড ডিস্ক থেকে দিশার ভিডিও মুছে দিই’, ইডির জেরায় জানালেন সিদ্ধার্থ
Parul

মহানগর ওয়েবডেস্ক : গত ৮ জুন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর দিন ঠিক কী ঘটেছিল? কারা ওই আটটি হার্ড ড্রাইভ মুছে দিয়েছিল? এই বিষয়ে ইডির জেরার মুখে বিস্ফোরক মন্তব্য করেন প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি।

গতকাল ইডির মুখোমুখি জেরার সময় সিদ্ধার্থ জানান, ‘ দিশার মৃত্যুর পর খুবই উদাস হয়ে যায় সুশান্ত। ওর নাম জোড়া হচ্ছিল দিশার মৃত্যুর সঙ্গে। সুশান্ত সিং রাজপুতের অন্তর্বর্তীকালীন ম্যানেজার ছিলেন দিশা। কারণ সুশান্তের পুরানো ম্যানেজার অসুস্থ হয়ে পড়েছিল। ‘

‘১০ জুন রিয়া, সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার দিন আমাকে ডেকে পাঠায়। সুশান্ত বলে ওর বাড়ির কম্পিউটারের হার্ড ড্রাইভে দিশার থাকা পুরানো ভিডিও গুলি মুছে দিতে। তখনই আমি হার্ড ডিস্ক থেকে দিশার সমস্ত ভিডিও মুছে দিই।’

সিদ্ধার্থ আরও জানিয়েছেন, রিয়া ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার পর সুশান্তের শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হতে থাকে। তখনই সুশান্তের বোন মিতু থাকতে শুরু করে ওর সঙ্গে। কিন্তু মিতু তাকে ছেড়ে চলে যায় ১২ তারিখ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে একাধিক দিক উঠে আসছে তদন্তকারী সংস্থার হাতে। গতকাল সিদ্ধার্থকে জেরা করার তথ্য সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে ইডি। এদিন দুপুর থেকেই রিয়া চক্রবর্তীর জেরা চলছে সিবিআই এর সান্তাক্রুজের ঠিকানায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here