নিজস্ব প্রতিবেদক, পূর্ব বর্ধমান: সবার হয়েছে পুজোর জামা। হয়নি ছোট্ট মেয়ের। বাবা পুজোয় জামা কিনে দিতে না পারায় হয়েছিল অভিমান। আর অভিমানেই আত্মঘাতী হল এক কিশোরী।
ক্ষেত মজুর বাবা এখনও দিতে পারিনি জামা। পাড়ার বন্ধুদের সবারই পুজোর জামা কাপড় কেনা হয়ে গেছে। আর তা নিয়েই বাবার সাথে মনোমালিন্য হয়ে অভিমানে আত্মঘাতী হয় ওই কিশোরী। মৃত ওই কিশোরীর নাম ফুলি মালিক(১৪)। বাড়ি কালনার কল্যাণপুর পঞ্চায়েতের সর্বমঙ্গলা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুলপড়ুয়া ফুলি মালিকের বন্ধুদের পূজা উপলক্ষে নতুন জামাকাপড় হয়ে গেছিল। তাই বাবার কাছে আবদার করে জামা কিনে দেওয়ার জন্য। কিন্তু আর্থিক অনটন প্রবল হওয়ায় কাছে টাকা না থাকার কারণে বাবা জানিয়েচ্ছিলেন, কদিন পরে কিনে দেবেন। সেই অপেক্ষা করেনি মেয়ে। আর তার জেরেই অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ক্লাস সেভেনের পড়ুয়া ফুলি মালিক। এই ঘটনার পরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।