ডেস্ক: তাপসীকে অমিতাভ বচ্চনের বিপরীতে দেখা গিয়েছিল ‘পিঙ্ক’ সিনেমাতে। দুঁদে উকিলের সামনে নারীবাদি চরিত্র নিয়ে অভিনয় সকল দর্শকের মন কেরেছিল। এবারে সেই জুটিকে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক সুজয় ঘোষ। তাঁর আগামী সিনেমা একজন গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে অমিতাভকে। এই সিনেমাতেই অভিনয় করার কথা তাপসী পান্নু-এর। স্প্যানিশ সিনেমার হিন্দি রিমেক থ্রিলারে বানাচ্ছেন সুজয় ঘোষ। সিনেমার নাম ‘বাদলা’।
যেহেতু স্প্যানিশ সিনেমাটি অনেকেই দেখে নিয়েছেন তাই পরিচালক চাইছেন বলিউডের ভাবধারায় নতুনভাবে চিত্রনাট্যর মাধ্যমে সিনেমাটি বানাতে। একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। সেখানে তাঁকে দেখা যাবে একটি খুনের মামলার তদন্ত করতে। কিন্তু তাপসীর চরিত্র নিয়ে কিছু খোলসা করে বলেননি পরিচালক সুজয়। স্প্যানিশ সিনেমাটির কাহিনী ছিল একজন ব্যবসায়ী গ্রেফতার হয়েছিল এক খুনের অভিযোগে। সেই ধাঁচেই সুজয় বানাবেন এই সিনেমা হিন্দিতে। আগামী ৫ জুন থেকে শুটিং শুরু হওয়ার কথা। এই সিনেমার বেশিরভাগ শুটিং হবে লন্ডনে।