মহানগর ওয়েবডেস্ক: ‘বাদলা’ দিয়ে গোটা বক্স অফিস কাঁপিয়েছেন সুজয় ঘোষ। এটি পরিচালকের জীবনে সেরা ছবি হিসেবে প্রমাণিত হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নুকে। তবে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল পরিচালকের? সেই প্রসঙ্গে সুজয় জানান, তিনি আমাকে ভাল মানুষ হতে শিখিয়েছেন। পরিচালকের আগে একজন ভাল মানুষ হওয়া দরকার বলে জানান সুজয়।
সুজয় আরও বলেন, ‘বিগ বি’-র সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কথায় বলে বোঝানো যাবে না। তিনি সবার ওপরে। আমি কেউ নই তাঁর বিষয়ে কথা বলার। তিনি একজন কিংবদন্তি। তিনি আমায় শিখিয়েছেন, ভাল মানুষ হতে। একজন ভাল পরিচালকের আগে মানুষ হতে শেখো বলে জানান তিনি।’ দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ। অভিনেতার দাদাসাহেব ফালকে পাওয়ার প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, ‘আমি তাঁর জন্য ভীষণ খুশি। স্যারের এটা প্রাপ্য ছিল। এটা তো সবে শুরু এখনও অনেক কিছু পাওয়া বাকি আছে ওনার।’
সুজয় এবং অমিতাভ এর আগেও একসঙ্গে কাজ করেছেন। ‘তিন’, ‘আলাদিন’ এবং ‘বাদলা’-র মতো ছবিতে দেখা গেছে এই জুটিকে। ‘বাদলা’-র সাফল্যের জন্য অমিতাভ ধন্যবাদ জানিয়েছেন সুজয়কে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার ‘বাদলা’ এখন নেটফ্লিক্সেও দেখা যাবে। ১৪০ কোটির ব্যবসা করেছে। আমি বলেছিলাম না সুজয়.. এটা সত্যিকারে পরিচালকের ছবি। ‘কী যে কর তুমি খোকা, অসাধারণ!’