ডেস্ক: তাঁর আসল নাম কিরণজিৎ কৌর। তিনি ভারতের পঞ্জাবের মেয়ে। পর্ন দুনিয়া থেকে তাঁর যাত্রা শুরু এখন তিনি বলিউডের সবার প্রিয় নায়িকা। কিন্তু তাঁর এই জার্নিটা মোটেই সুখকর ছিল না। সেই বিষয়ে লোকের অনেক কৌতুহল আছে। তাই সেই কৌতুহল মেটাতে তাঁর নিজস্ব কাহিনি দেখানো হচ্ছে। কিরণজিৎ কৌর- দা আনটোল্ড স্টোরি অফ সানি লিয়ন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আমাকে নিয়ে অনেক মানুষের ভুল ধারনা রয়েছে। এর আগেও ২১ বছর বয়স থেকে তাঁকে সমালোচনা শুনতে হয়। তখন থেকেই তাঁকে বারবার মুখোমুখি হতে হয়েছে এমন সমালোচনার। তাঁকে মেল করে অপমান করা হত।
জিসম টু দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন বলে তাঁকে ও পরিচালককে সমালোচনা শুনতে হয়েছিল। বলিউড ছবি ছাড়াও বেশকিছু রিয়েলিটি শো করেছিলেন তিনি। সানি জানান, এক রিয়েলিটি শোয়ের প্রডিউসার রিয়েল সানিকে পরদায় তুলে ধরতে চেয়েছিলেন। সানি বলেন, এক প্রডিউসার আমাক বলেছিল রিয়েল সানিকে তাঁরা পরদায় দেখাবে। আসলে আমাকে নিয়ে অনেকের কৌতুহল আছে। এবং এখানে একটা মানুষ আছে যাঁর সঙ্গে ইন্টারনেটে দেখা মানুষটির কোনও মিল নেই। আমি জানি, আমার এই কাহিনি আমি নিজের মধ্যেই রাখতে পারতাম, কিন্তু এই শো (কিরণজিৎ কৌর- দা আনটোল্ড স্টোরি অফ সানি লিয়ন)-র মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছি।