নয়াদিল্লি: স্বেচ্ছামৃত্যু নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ভারতের ইতিহাসে প্রথমবার স্বেচ্ছামৃত্যুতে সম্মতি দিল দেশের শীর্ষ আদালত। পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ আজ এই রায় ঘোষণা করে। ২০০৫ সালের একটি স্বেচ্ছামৃত্যুর মামলায় শুনানি দিতে গিয়ে এই রায় দেয় দেশের শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তে জানানো হয়েছে, যদি কোন মৃত্যু স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চান তাহলে তাঁকে করতে দেওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে অনেকগুলি বিষয় খতিয়ে দেখা হবে, যেমন যিনি মৃত্যুবরণ করতে চাইছেন তাঁর সেই দাবির কারণ কী? বা আবেদনকারী ব্যক্তি ঠিক কী কারণে স্বেচ্ছামৃত্যু চাইছেন ইত্যাদি।
শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘সম্মানজনক মৃত্যু জীবনের অধিকার।’ কোনও ব্যক্তি চরমতম পরিস্থিতিতে স্বেচ্ছামৃত্যু চাইলে তাঁকে তা দেওয়া যেতেই পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফে আরও জানিয়ে দেওয়া হয়, স্বেচ্ছামৃত্যু নিয়ে আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এই গাইডলাইন বহাল থাকবে।