news bengali

মহানগর ডেস্ক:   দেশে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। দেশে করোনা করোনা সংক্রমণ প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে। এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যগুলোকে বন্দিদের মুক্তি দেওয়া নিয়ে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে সমস্ত রাজ্যগুলোকে উচ্চ পর্যায়ে প্যানেল গঠন করতে হবে। সেখান থেকেই অন্তর্বর্তী জামিনে বন্দিদের মুক্তির সিদ্ধান্ত নিতে হবে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমন জানিয়েছেন, দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে বন্দিদের কথাও আমাদের ভাবতে হবে। প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে অন্তর্বর্তী জামিনে বন্দিদের মুক্তির নির্দেশ দিয়েছিল আদালত। জেলখানাগুলোতে বন্দিদের উপছে পড়া ভিড়ে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেই সময় আদালতের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণ রুখতে শারীরিক দুরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কারাগারগুলোর যা অবস্থা, সেখানে বন্দিদের সামাজিক দুরত্ব বজায় রাখা একপ্রকার অসম্ভব।

গত বছর মার্চে প্রায় ৪৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। প্যারোল পিরিয়ড শেষ হওয়ার পর বন্দিরা আবার কারাগারে ফিরে এসেছিল। গত বছরের থেকেও এবছরে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। করোনার প্রথম ঢেউয়ে দেশে একদিনে সর্বাধিক ৯৭ হাজার জন্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেখানে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৪ লক্ষ ১৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩,৯১৫ জন করোনায় মারা গিয়েছে। পাশাপাশি দেশে করোনা থেকে সুস্থের হারও কমতে শুরু করেছে। দেশে করোনা থেকে সুস্থের হার এখন ৮১.৯৫ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here