news entertainment

মহানগর ওয়েবডেস্ক: ট্রেলার মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সাড়া ফেলে দিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। ইউটিউবে লাইকের নিরিখে ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’-এর রেকর্ড ভেঙে দিল ‘দিল বেচারা’।

৩৬ লাখ লাইক পেয়ে রেকর্ড গড়েছিল অ্যাভেঞ্জার্সের ‘ইনফিনিটি ওয়ার’।তবে এখন পর্যন্ত ৬০ লাখ লাইক পেয়ে সেই রেকর্ড ভেঙেছে ‘দিল বেচারা’।

সিনেমার ট্রেলার সুশান্ত সিং রাজপুতের অভিনয় দেখে মুগ্ধ দর্শককুল। যার ফলে ট্রেলার মুক্তি পাওয়ার পরেই লাইকের বন্যা বয়ে যায় ইউটিউবে। এখনও পর্যন্ত ভিউজ হয়েছে ২.৩ কোটি।

লেখক জন গ্রিন এর ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সুশান্তের এই সিনেমা। ২৪ জুলাই ডিসনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘দিল বেচারা’। যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন সুশান্তের অনুরাগীরা। ডিসনি হটস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে যাদের সাবস্ক্রিপশন নেই তারাও এই সিনেমা দেখতে পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here