kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: নতুন সম্পর্কে জড়িয়েছেন স্বরা ভাস্কর? এই প্রশ্নই এখন বলিপাড়ায় ঘোরাফেরা করছে। লেখক হিমাংশু শর্মার সঙ্গে বিচ্ছেদের পর খুব একটা লাইমলাইটে আসতে দেখা যেত না অভিনেত্রীকে। তবে এবার তিনি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। নাট্য ব্যক্তিত্ব গিরীশ করনাডের ছেলে রঘু করনাডের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী, এমনটাই শোনা গিয়েছে। জানা গিয়েছে রঘু একজন সাংবাদিক। সম্প্রতি দুজনকে মুম্বইয়ের একটি রেস্তোরার সামনে ছবি তুলতে দেখা যায়। সূত্রের খবর, রঘুর সঙ্গে ডিনার ডেটে এসেছিলেন স্বরা। সাদা এবং হলুদ পোশাকে রঘুর সঙ্গে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন তিনি। পাশে দাঁড়িয়েছিলেন রঘু। দুজনেই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন। জানা গিয়েছে, নতুন সম্পর্কে জড়িয়ে আনন্দে রয়েছেন ‘ভিরে দি ওয়েডিং’-এর অভিনেত্রী স্বরা। তবে এই বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

এদিকে, পাঁচ বছরের সম্পর্ক ভেঙে বেড়িয়ে আসেন স্বরা ভাস্কর। হিমাংশু শর্মার সঙ্গে অভিনেত্রীর প্রথম দেখা হয় পরিচালক আনন্দ এল রায়ের ‘রানঝানা’ ছবির সেটে। ছবির চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন হিংমাশু। সেটেই প্রথম তাঁদের আলাপ হয়। এরপর ধীরে ধীরে কথাবার্তা শুরু হয় দুজনের। সম্পর্ক গড়ায় প্রেমে। দুজনকে মাঝেমধ্যেই একসঙ্গে ছুটি কাটাতে দেখাও গিয়েছিল। কিন্তু পাঁচ বছরের সম্পর্ক ছেড়ে কেন বেড়িয়ে আসলেন অভিনেত্রী? জানা গিয়েছে, হিমাংশুর সঙ্গে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু হিমাংশু স্পষ্ট জানিয়ে দেন এই মূহুর্তে তিনি বিয়ে করতে পারবেন না। এরপরেই বিচ্ছেদের পথ বেছে নেন স্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here