নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে দুর্গাপুর পুরসভার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডের প্রাচীনতম ভিড়িঙ্গী কালীবাড়ির কুমোর বাঁধ পুষ্করিণী সংস্কারের কাজ শুরু হল। জানা গিয়েছে, এই প্রথম সংস্কারের কাজে এডিডিএ ব্যয় করবে উনিশ লক্ষ টাকা। এই সংস্কারের কাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নগর নিগমের অন্তর্গত অন্যান্য পুষ্করিণীগুলির সংস্কারের কাজও ধীরে ধীরে শুরু করা হবে।
কালীবাড়ির প্রধান সেবাইত সাধন কুমার রায় জানান, দীর্ঘদিন ধরেই আমরা পুকুরটি মজে যাওয়া এবং দূষণ বৃদ্ধির হওয়ার কারণে সংস্কারের দাবি জানিয়ে এসেছিলাম। এডিডিএ আমাদের আবেদনে সাড়া দিয়েছে। তাই এই অঞ্চলের জনগণ খুশি হয়েছেন।অন্যদিকে, এডিডিএ চেয়ারম্যান জানিয়েছেন, পুকুরটির সংস্কার করার পাশাপাশি ঘাটগুলির বাঁধিয়ে দেওয়া হবে। ভবিষ্যতে যেন কোনও দূষণ না হয় সেই দিকে নজর রাখবে দুর্গাপুর পৌরসভা।”