মহানগর ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’ র অভিনেতা বল্লভদাস কাপরি গ্রেফতার। এক বৃদ্ধার গলার হার ছিনতাইয়ের অভিযোগে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। এই ঘটনায় তাঁর সঙ্গে ছিলেন তার বন্ধু বৈভব বাবু যাদব। পুলিশ তাঁকেও গ্রেফতার করেছে।
এই প্রথম নয় এর আগেও এই অভিনেতার নামে পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ। পুলিশ তাঁদের দুজকে গ্রেফতার করে মোট আড়াই লক্ষ টাকার চুরি করা সামগ্রী, ৩টি সোনার হার , ২টি মোবাইল এবং কয়েকটি বাইক উদ্ধার করেছে। জানা গিয়েছে, জুয়ার নেশায় সব খুইয়েছেন এই অভিনেতা। চারিদিকে হওয়া ঋণের বোঝা মেটাতেই চুরি, ছিনতাইয়ের পথে বেছে নিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পরে সমস্ত দোষ স্বীকার করেছেন নিয়েছেন দুই অপরাধী।
প্রসঙ্গত,অভিনেতা বল্লভদাস কাপরি পেশায় একজন জিম ট্রেনার ছিলেন। ২০০৮ সালে Sab Tvতে শুরু হয়েছিল এই কমেডি ধারাবাহিক। এর পর থেকেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। ১২ বছর ধরে চলেছে এই ধারাবাহিকটি। শুরু থেকেই বহুল জনপ্রিয় এই ধারাবাহিক।