kolkata bengali news

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: টিউশন পড়াতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল শিক্ষকের। সোমবার দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা তেলিপুকুর বাসস্ট্যাণ্ড কাছে ঘটনাটি ঘটে। মৃত শিক্ষকের নাম প্রবীর সাউ৷ মারিশদা থানার বরনী গ্রামের বাসিন্দা তিনি। প্রতক্ষদর্শীদের কথায়, প্রতিদিনের মতো সোমবার সকালে বাইকে করে কাঁথিতে টিউশন পড়াতে আসছিলেন প্রবীরবাবু। মারিশদা তেলিপুকুরের কাছে পৌঁছালে পিকআপ ভ্যানটি বাইকের পেছনে ধাক্কা মারে।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাঁথি হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দিঘা-নন্দকুমার রাস্তার ব্যাপক যানজট সৃষ্টি হয়। পুলিশ এসে বাইক ও পিকআপ ভ্যানটি উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

মৃত্যুর পর প্রবীরবাবুর আত্মীয় ও পরিজনরা হাসপাতাল চত্বরে কান্নার ভেঙে পড়েন।  দীর্ঘ দিন ধরে দিঘা নন্দকুমার জাতীয় সড়কের ফোর লেনের কাজ চলছে। ফলে এই জাতীয় সড়ক দিয়ে দিঘা যাওয়া আসার পথে গাড়িগুলোকে সমস্যায় পড়তে হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here