kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক:বাইশ গজে রোহিত বাইরে চারুলতা- দুজনেই ম্যাচ-সেরার শিরোপা পেলেন৷ মঙ্গলবার বাইশ গজের ভারত- বাংলাদেশ মহারণে রোহিত শর্মা ম্যাচ সেরার শিরোপা পেলেন৷ সেইসময় কিন্তু গ্যালারিতে সাতাশি বছরের ‘নানি ’চারুলতা প্যাটেল উজ্জ্বলভাবে উপস্থিত৷ বয়স তাঁর কাছে শুধুমাত্র সংখ্যা৷ ম্যাচের আগাগোড়া তাঁর জোশ দেখার মতো ছিল৷ টিভি ক্যামেরা বার বার তাঁকে তুলে ধরছিল৷ জোশের সত্যি কোনও ঘাটতি ছিলনা এই দিদিমার৷ এমনকী তাঁকে দেখে মুগ্ধ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন৷তিনি ইনস্টাগ্রামে চারুলতার ভুভুজেলা(বড় ভেঁপু) বাজানোর ছবি পোস্ট করেন৷ তাঁর ট্যুইট,এ বারের বিশ্বকাপে সেরা ছবি এটা৷ দিনের শুরুতে হুইল চেয়ারে বসা এই ভারতীয় দাদিকে আবিষ্কার করেন ধারাভাস্যকার আর এক ‘দাদি’ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ম্যাচের শেষে গ্যালারিতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ম্যাচের সেরা রোহিত শর্মা৷

তানজানিয়ায় জন্ম চারুলতা প্যাটেলের৷ তাঁর মা-বাবা ছিলেন ভারতীয়৷ এখন তিনি  আজ ৪৫ বছর যাবৎ থাকেন ইংল্যান্ডে৷ ২০ বছর আগে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন৷ ক্রিকেটপ্রেমী৷ ১৯৭৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম একদিবসীয় বিশ্বকাপে দর্শক হিসাবে উপস্থিত ছিলেন তিনি৷ চোখের সামনে দেখেছন তিরাশিতে কপিলদের বিশ্বজয়৷ ট্রফি হাতে লর্ডসের বারান্দায় কপিল দাঁড়িয়েছিলেন৷ আর চারুলতা ভিরেছিলেন জনতার ভিরে৷ সারেতে তাঁর ছেলেরা ক্রিকেট খেলে বলে নিজেই জানান এই বৃদ্ধা৷ ক্রিকেট খেলা দেখা তাঁর শখ৷ তবে তিনি আগাগোড়াই ভারতের কট্টর সমর্থক৷ তাঁর কথায়, ভারতে না জন্মালেও মা -বাবা ভারতীয় হওয়ায় দেশটার প্রতি টান আছে৷ আছে প্রচুর আবেগ ও ভালবাসা৷ তাই ইংল্যান্ডের মাঠে বয়সকে তোয়াক্কা না করে উপস্থিত ছিলেন তিনি৷ ভারতের হয়ে গলা ফাটাচ্ছিলেন তরুনীদের সঙ্গে পাল্লা দিয়ে৷ এসেছিলেন নাতনির সঙ্গে৷ তাঁর সঙ্গে অনেক নিজস্বী তুলেছিলেন বাংলাদেশি দর্শকরাও৷


চারুলতা খেলা দেখতে দেখতে বাইশ গজে ভারতীয়দের উৎসাহিত করতে ভুভুজেলা বাজাচ্ছিলেন৷ তিনি কি খাচ্ছিলেন তা নিয়েও সৌরভ ভনের সঙ্গে বাজি ধরেছিলেন৷ ভারতের এই প্রাক্তন অধিনায়কের কথায়, চারুলতা অবশ্যই নিরামিশাসী৷ খেলরা পরে বিরাট কোহলি , রোহিত শর্মারা নিজেরা গিয়ে এই দিদিমার সঙ্গে দেখা করেছিলেন৷ ভারত অধিনায়ক এই নিয়ে ট্যুইটও করেন৷ তাঁর মনে হয়েছে চারুলতাজির কাছে বয়সটা শুধুমাত্র সংখ্যা ছাড়া আর কিছুই নয়৷ এমন জবরদল্ত সমর্থক তিনি জীবনে দেখেননি বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপটেন কোহলি৷ ছবিতে তাঁকে চারুলতার পা ছুঁয়ে আশির্বাদ নিতে দেখা গিয়েছে৷ চারুলতার আশা, এবার কপিলের মতে কোহলির হাতে দেখা যাবে বিশ্বকাপ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here