Home Latest News শহীদ জওয়ানদের ২৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি চন্দ্রশেখর রাওয়ের

শহীদ জওয়ানদের ২৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি চন্দ্রশেখর রাওয়ের

0
শহীদ জওয়ানদের ২৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি চন্দ্রশেখর রাওয়ের
Parul

ডেস্ক: কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ ৪৪ জন সিআরপিএফ জওয়ানদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। শহীদ জওয়ানদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। শুক্রবার রাজ্যের বাজেট অধিবেশনের প্রথম দিনে আর্থিক ক্ষতিপূরণের এই প্রস্তাব অনুমোদন হয়েছে। রাজ্য বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রী ইতেলা রাজেন্দর এই প্রস্তাব রাখেন। এই প্রস্তাবে সন্মতি জানিয়েছে তেলেঙ্গানার সব রাজনৈতিক দলই।

বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুলওয়ামায় যা ঘটেছে তা ভারতীয়রা কোনও দিনই ভুলবে না। জওয়ানদের জন্য শুধুমাত্র মৌখিক সহানুভূতি যথেষ্ট নয়। তাদের পরিবারকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। দেশবাসীকে জওয়ানদের আত্মত্যাগের কথা মনে রাখতে হবে। অন্যদিকে বিরোধী নেতা মল্লু ভাত্তি বিক্রমারকা সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, সন্ত্রাস দমনে সকলকে এগিয়ে আসতে হবে। পুলওয়ামায় জঙ্গি হামলা ঘটনার পর দেশের সার্বিক সুরক্ষা এবং গোয়েন্দা ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে হবে। অন্যদিকে বিজেপির রাজা সিং চন্দ্রশেখর রাওয়ের কাছে আর্জি জানিয়েছেন যে, মোদীকে চিঠি লিখে সন্ত্রাস দমনে আরও কঠোর হওয়ার অনুরোধ জানাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here