ডেস্ক: জম্মু কাশ্মীরে জারি হয়েছে রাজ্যপালের শাসন। এর মধ্যেই ফের সন্ত্রাসবাদী হামলা পুলওয়ামায়। গতরাতে জঙ্গিরা বুধবার রাতে পুলিশের টহলদারি ভ্যানের উপর হানা দেয়। এতেই শহিদ হয়েছেন তানভীর আহমেদ নামক এক পুলিস কনস্টেবল। আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মী। গতরাতে এই ঘটনাটি ঘটেছে পুলওয়ামা জেলার গালান্দার বাইপাসের নিকট কান্দিজাল এলাকায়।
রাজ্যপাল শাসন জারি হওয়ার পর কাশ্মীরে এটাই প্রথম সন্ত্রাসবাদী হামলা। এদিন অতর্কিতে পুলিশ ভ্যান লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশও। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির চলে। তবে এতে কোনও জঙ্গিকে নিকেশ করা না সম্ভব হয়নি। গুরুতরভাবে আহত হয়েছেন তিন পুলিশ কর্মী। তাঁদের বাদামিবাগের আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার পর সেখানে আর কোনও জঙ্গি গোষ্ঠী ঘাঁটি গেড়ে আছে কিনা তা তল্লাশি চালাচ্ছে পুলিশ।