kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের মধ্যে দেশে বড়সড় হামলার ছক কষছে আলকায়েদা ও আইসিসের মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠন গুলি। সম্প্রতি এমনই সতর্কবার্তা এল গোয়েন্দাদের তরফে। এই খবর প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসল নিরাপত্তা প্রধানরা। দেশের প্রতিটি রাজ্যকে পাঠিয়ে দেওয়া হল সতর্কবার্তা।

গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, এই দুই মাসে মাঝামাঝি সময়ে ইহুদি এবং ইজরায়েলিদের বেশ কিছু উৎসব বেশ ঘটা করেই পালিত হয় এই দেশে। সেই উৎসবেই জঙ্গি হামলার ছক কষছে জঙ্গিরা। ইহুদিদের নতুন বছর রোশ হাশাহনাহ উদযাপিত হয় সেপ্টেম্বর ২৯ থেকে পয়লা অক্টোবর অবধি। ৮ এবং ৯ অক্টোবর ইয়োম কিপ্পুর এবং ১৩ ও ২২ অক্টোবর সুক্কোট পালিত হয়। এই অনুষ্ঠানগুলিতেই হামলার ছক আইসিস ও আলকায়েদার। যদিও আগাম খবরের ভিত্তিতে সতর্ক হয়ে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

জানা গিয়েছে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ভারতের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে ইজরায়েল। এরপরই ভারতে বসবাসকারী ইজরায়েলিদের উপর হামলা করতে তৈরি হচ্ছে এই জঙ্গি গোষ্ঠীগুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here