kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ১৮৭৭ সালের ১৫ মার্চ। ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচ। ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচটি ৪৫ রানে জিতে নিয়েছিল অজিরা। এই তথ্যগুলি যেকোনও ক্রিকেটপ্রেমীরই জানা। তবে অনেকেই যেটা জানেন না, তা হল টেস্ট ইতিহাসের প্রথম উইকেট ও প্রথম ক্যাচ নিয়েছিলেন একই ব্যক্তি। নাম তাঁর অ্যালেন হিল।

ঐতিহাসিক প্রথম টেস্টের ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ওভারটি করেন হিল। সেই ওভারেই টেস্টের প্রথম রানটি করেছিল অস্ট্রেলিয়া। এরপর চতুর্থ ওভারে ফের বল করতে আসেন তিনি। ওই ওভারে অস্ট্রেলিয়ার ন্যাট থমসনকে আউট করেন অ্যালেন হিল। এরপর অস্ট্রেলিয়ার স্কোর যখন ৪০ রান তখন অ্যালফ্রেড শ’য়ের বলে ক্যাচ তুলে দেন অস্ট্রেলিয়ার টম হোরান। সেই ক্যাচটি নিয়ে টেস্ট ইতিহাসে প্রথম ক্যাচ নেওয়ার রেকর্ডও গড়ে ফেলেন হিল।

Image result for allen hill cricketer
অ্যালেন হিল

এখন প্রশ্ন জাগতেই পারে আজ হঠাৎ এই অ্যালেন হিলের কাহিনী কেন? আসলে আজকের দিনেই ১৮৪৫ সালে জন্মেছিলেন এই ক্রিকেটার। ইয়র্কশায়ারের হয়ে খেলতেন অ্যালেন। ক্রিকেটের সংবিধান ‘উইসডেন’এর মতে, ‘অ্যালেন ছিলেন নিজের সময়ের সেরা রাউন্ড আর্ম বোলার। একই সঙ্গে অতিশয় ভদ্র, সহজসরল, নীতিপরায়ণ মানুষ।’ ক্রিকেটের ইতিহাসে প্রথম দুটি টেস্ট খেলেছিলেন তিনি। এরপর চোটের কারণে খেলা ছাড়তে হয়েছিল তাঁকে। যদিও পরে আম্পায়ার হিসেবে ফের ক্রিকেটে ফেরেন। ১৮৮০ সালে লর্ডসে একটি টেস্টে আম্পায়ারিং করেছিলেন অ্যালেন হিল।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here