মহানগর ওয়েবডেস্ক: হাজার হোক ‘পিড়িতি কাঁঠালের আঠা , লাগলে পড়ে ছাড়বে না৷গোলে মালে, গোলে মালে পিড়িত কইরো না৷’ মাল ছাড়া মাল্যদান হয় না৷ একসময় চালু কথা ছিল ‘প্রেম করো রাত দিন/প্রেমে আছে ভিটামিন৷’ আর দুনিয়াটা কার দাস? দুনিয়া টাকার দাস৷ তাই ভিটামিন ‘এম’ ছাড়া প্রেম আজকের যুগে অচল৷ এত গৌড়চন্দ্রিকা করার কারণ আজকাল প্রেমের অর্থ অর্থ দিয়ে শুরু৷ শেষ বিবাহে৷ অন্তত প্রায়া সুরিয়া তাই বিশ্বাস করেন৷ তাঁর সোজা কথা পয়সা ছাড়া প্রেম হয় না৷ তাই পেতে হবে পয়সাওয়ালা প্রেমিক৷ তাঁর মতে বিশ্বাসী বিশ্বে প্রমীলার সংখ্যা নগন্য নয়৷ তা অগন্য৷ অথচ কীভাবে ধনীর দুলালকে প্রেমের বরশায় গাঁথবে তা তারা জানে না৷ তাদের দিশা দেখাতে এগিয়ে এসেছেন ‘পাঁচহাজারি’ প্রায়া সুরিয়া৷ ‘পাঁচ হাজারি ’ তার কারণ থাইল্যান্ডের এই তরুণীর দাবি তিনি পাঁচ হাজার পুরুষের সঙ্গে প্রেম করেছেন৷ তাঁর এই ধনী পুরুষ পটানোর অভিজ্ঞতা তিনি বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চান৷ তবে বিনা পয়সায় নয়৷ তার জন্য গুরু দক্ষিণা নেন ৩২৫ ডলার মাত্র৷
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদন জানায়, ধনী ছেলেদের আকৃষ্ট করে বড়লোক হওয়ার অনলাইন কোর্স চালু করেছেন প্রায়া সুরিয়া৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচুর ফলোয়ারও আছে তাঁর। ধনী ছেলেদের আকৃষ্ট করে বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণ, পাঁচ তারকা হোটেলে অবস্থান ও দামি গয়নাসহ অনেক কিছুই পেয়েছেন বলে দাবি তাঁর। রিপোর্ট অনুসারে, প্রায় পাঁচ হাজার পুরুষের সঙ্গে প্রেম করেছেন বলেও দাবি করেছেন প্রায়া সুরিয়া। তাঁর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন থেকে তিনি এই অনলাইন কোর্সটি পরিচালনা করছেন। তিনি চান সব দরিদ্র নারী তাঁর মতো বড়লোক পুরুষদের আকৃষ্ট করে বিলাসী জীবন যাপন করুক।সবাই তাঁর কাছে জানতে চায়, কীভাবে ধনী ছেলেদের আকৃষ্ট করা যায়? নিজের ফলোয়ারদের সহযোগিতা করতে অনলাইনে একটি কোর্স চালু করেছেন তিনি। এর মাধ্যমে ধনী ছেলেদের প্রেমের জালে আটকানোর কৌশল শেখানো হয়।
মালদার আরব শেখ বা পশ্চিম পৃথিবীর ধনকুবেরের পুত্রদের ‘মোরগা’ করার হালহকিকৎ বাতলিয়ে দেন প্রায়া ৷ তাঁর কথায়, ‘অনলাইনে আমার একটি ফ্যান পেজ আছে। সেখানে ফলোয়ার প্রায় সাত হাজার মানুষ। অনেকেই সহায়তার জন্য মেসেজ পাঠান। কাকে সহায়তা করব সেটা অনেক সময়ই ঠিক করতে পারি না। তাই এই কোর্স চালু করেছি।’ তিনি বলেন, পশ্চিমের দেশগুলোসহ আরব ও দুবাইয়ের অনেক ধনীর সঙ্গেই প্রেম করেছি। পাঁচ হাজার লোকের সঙ্গে আমার ডেটিং এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যকে বড়লোক হওয়ার উপায় শিখাচ্ছি আমি। সেই সঙ্গে তাঁর সগর্বে দাবি, তাঁর এই প্রেমের ইস্কুল থকে ধনীর স্ত্রী হওয়ার সেঞ্চুরি ইতিমধ্যেই হয়ে গিয়েছে৷