kolkata news
Parul

নিজস্ব প্রতিনিধি:   করোনা পরিস্থিতিতে এমনিতেই ব্যাঙ্কের কাজের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তারমধ্যে জুলাই মাসে ব্যাঙ্কে ছুটির তালিকাটা  বেশ দীর্ঘ। তাই ব্যাঙ্কের কাজে যাওয়ার আগে ছুটির তালিকাটা দেখে নিতে হবে। তা না হলে বিপদে পড়তে পারেন।

ads

জুলাই মাসে মোট ১৫ দিন ব্যাঙ্কে ছুটি রয়েছে। কিছু  দেশের সমস্ত ব্যাঙ্কে। কিছু আবার রাজ্য বিশেষে ব্যাঙ্কগুলোতে ছুটি রয়েছে। একাধিক স্থানীয় ও জাতীয় উৎসবের জন্য এই ছুটিগুলো। নীচে সেই তালিকা দেওয়া হল। এমনিতে মাসের দ্বিতীয় শনিবার বলে ১০ তারিখ ছুটি। রবিবার বন্ধ। তাছাড়া কোন কোন দিনে ছুটি রয়েছে দেখে নেওয়া যাক

সোমবার- ১২ জুলাই রথাযাত্রা উপলক্ষে ওডিশাতে ছুটি থাকবে।

মঙ্গরবার-১৩ জুলাই ভানু জয়ন্তী উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক ছুটি থাকবে। ওই দিন শহিদ দিবস উপলক্ষ্যে ছুটি থাকবে জম্মু ও কাশ্মীরে।

বুধবার- ১৪ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে গ্যাংটকে।

বৃহস্পতিবার- ১৫ জুলাই দেশের কোনও রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে না।

শুক্রবার- ১৬ জুলাই হরেলা পুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

শনিবার- ১৭ জুলাই খারচি পুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রবিবার- ১৮ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সোমবার-১৯ জুলাই স্থানীয় উৎসবের কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হবে।

মঙ্গলবার-২০ জুলাই ইদ আল আধা উপলক্ষে দেশ জুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

বুধবার- ২১ জুলাই বকরি ইদ উপলক্ষে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here