Home Featured কুয়োয় পড়ে গেল শিশু, তাকে বাঁচাতে গিয়েই আটকে পড়লেন আরও ৩০ জন, তিনজনের মৃত্যুর আশঙ্কা

কুয়োয় পড়ে গেল শিশু, তাকে বাঁচাতে গিয়েই আটকে পড়লেন আরও ৩০ জন, তিনজনের মৃত্যুর আশঙ্কা

0
কুয়োয় পড়ে গেল শিশু, তাকে বাঁচাতে গিয়েই আটকে পড়লেন আরও ৩০ জন, তিনজনের মৃত্যুর আশঙ্কা
Parul

মহানগর ডেস্ক:  খেলতে গিয়ে কুয়োয় পড়ে যায় এক শিশু। সেই শিশুকে বাঁচাতে এগিয়ে আসেন গ্রামবাসীরা। কুয়োর প্রাচীরে উঠে গ্রামবাসীরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। এরপরেই কুয়োটার প্রাচীর ভেঙে পড়ে যায়। যার ফলে গ্রামবাসীদের মধ্যে ৩০ জন কুয়োয় আটকে পড়েন। উদ্ধারকাজ শুরু হয়েছে। ইতিমধ্য তিন জনের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

মধ্য প্রদেশের বিদিশার গঞ্জ বাসোদায় অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছিলেন গ্রামবাসীরা। বিশাল কুয়োটি সিমেন্টের ঢাকনা দিয়ে বন্ধ থাকলেও, জল তোলার জন্য অল্প খোলা ছিল। সেখান থেকেই শিশুটা পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে গ্রামবাসীদের অনেকে কুয়োর ওই সিমেন্টের ঢাকনায় ওঠেন। এতজনের ভার সহ্য করতে না পেরে ঢাকনাটি ভেঙে পড়ে যায়। গ্রামবাসীরা এর ফলে কুয়োতে আটকে পড়েন।

বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা সম্ভব। কয়েকজন আঘাত পেয়েছেন। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন জনের মৃত্যু হয়েছে বলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে  জানানো হয়েছে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, উদ্ধারকাজ শুরু হয়েছে। নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একসঙ্গে কাজ করছেন বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here