Parul

মহানগর ডেস্ক: কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব যত প্রকাশ্যে আসছে, কংগ্রেস ছাড়ার তালিকা তত দীর্ঘ হতে শুরু করেছে। এবার কংগ্রেস ত্যাগের সিদ্ধান্ত নিলেন অসমের চার বারের বিধায়ক রূপজ্যোতি কুর্মি। তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও রাহুল গান্ধির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এসেছেন।

ads

জানা গিয়েছে, একের পর এক অভিযোগ করে, বিধানসভা স্পিকার বিশ্বজিৎ দাইমারির হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন রূপজ্যোতি কর্মি। তিনি অভিযোগ করেন, দলের যুব নেতৃত্বের কথা শোনেন না রাহুল গান্ধি ও দলের শীর্ষ নেতৃত্বরা। তিনি বলেন, শুধু অসম নয়, দেশের একাধিক রাজ্যে কংগ্রেসের অবস্থা শোচনীয়। তিনি অভিযোগ করেন, যদি কংগ্রেসের দায়িত্ব রাহুল গান্ধির কাঁধে দেওয়া হয়, সেক্ষেত্রে কংগ্রেস কোনওদিন এগোতে পারবে না।

তিনি বলেন, গুয়াহাটির নেতারা প্রবীণ নেতাদের গুরুত্ব দেন। রাজ্যের তরুণ নেতাদের তাঁরা সেভাবে গুরুত্ব দেন না। তরুণ নেতাদের কোনও কথা শোনা হয় না। সূত্রের খবর, তিনি কিছুদিনের মধ্যেই বিজেপিতে যোগ দেবেন। তবে তিনি ঠিক কবে বিজেপিতে যোগ দিচ্ছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here